বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনগণের আস্থা রক্ষায় সচেতন থাকতে হবে : তারেক রহমান

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:২০, ৮ ডিসেম্বর ২০২৪

১০৯

জনগণের আস্থা রক্ষায় সচেতন থাকতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা চাই সকল দলকে নিয়ে এমন সরকার গঠন করতে যাতে সব মানুষ মতামত রাখতে পারে। প্রত্যেককে তার অবস্থান থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, নেতাকর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের পুঁজি।

জনগণের আস্থা ও বিশ্বাস হারানোর মতো এমন কোনো কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের কাছ থেকে প্রত্যাশা করেন না উল্লেখ করে তিনি বলেন, দেশ পুনর্গঠনের জন্য ৩১ দফা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসন-নিপীড়ন অত্যাচারে বরিশালেও কেউ ঘরে থাকতে পারেনি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক হামলা, মামলা হয়েছে। অনেককে গুম করে ফেলা হয়েছে। ভয়ানক দুঃশাসন পার করে বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজ স্বাধীন। দীর্ঘ ১৭ বছরের ত্যাগের বিনিময়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে। স্বৈরাচার পালালেও দোসররা কিন্তু পালিয়ে যায়নি। তারা দেশের মধ্যে অবস্থান করে বিভিন্নভাবে সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নুসহ বিভাগের ৬ জেলার ৮ টি ইউনিট থেকে সুপার ফাইভ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বরিশালে ৫ শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত