বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১ || ২৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন ভিপি নুর

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৩৪, ২৯ অক্টোবর ২০২৪

৪২০

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন ভিপি নুর

নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছেন ভিপি নুর ঢাকা থেকে নির্বাচন করবেন। সে (ভিপি নুর নিজে) সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদা-মাটি, নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি। এত তাড়াতাড়ি ভুলে যাই কী করে? আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ থেকেই নির্বাচন করবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন নুরুল হক নুর।

ভিপি নুর বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে আমার অনেক সুযোগ নেওয়া এবং সম্ভাবনার সুযোগ থাকলেও আমি ন্যায়নীতি থেকে সরে গিয়ে তাদের সঙ্গে আপস করিনি। মানুষের ভোটাধিকার ও জাতীর বৃহৎ স্বার্থে লড়াই-সংগ্রাম করেছি। সেই লড়াই-সংগ্রাম করতে গিয়ে ২৫ বার হামলার শিকার হয়েছি। তারপরও সুবিধার সঙ্গে আপস করিনি।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী দু-এক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত