রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিমানবন্দরের সামনে শিক্ষার্থীদের ওপর উঠে গেল গাড়ি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৪২, ২৭ অক্টোবর ২০২৪

২৩৬

বিমানবন্দরের সামনে শিক্ষার্থীদের ওপর উঠে গেল গাড়ি

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন শিক্ষার্থী।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পাই। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।

তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক নিজেই মালিক। তাকে থানায় আনা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে ৭ জন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের ওপরে উঠে যায়। গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। ‌

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত