বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৪

২৫০

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে ‘সর্ষের মধ্যে ভূত’ আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

সেলিমা রহমান বলেন, এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে। তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না। একটা কথা বলেছে যে, ৬২২ জন ছিল বোধ হয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেল? এতো এমপি ও মন্ত্রী, অনেককে পার (দেশের বাইরে) করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।

তিনি বলেন, আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? ‍যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপির নেতাকর্মীদের বলব, তারা ১৬টা বছর কষ্ট করেছে, নির্যাতন-জেল-জুলুম ভোগ করেছে। আরও কিছু দিন কষ্ট করতে হবে। আরও আন্দোলন চালিয়ে যেতে হবে।

নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা কারো ওপর অত্যাচার করব না, অন্যায় করব না। আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য পালন করব। বাংলাদেশের যে একটা মূল্যবোধ ছিল, যে একটা ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।

আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেপারীর পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মুহাম্মদ নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত