স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুর রহমান রাকিব। মাধবপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. জনি পাঠান, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক সুজন। গাইবান্ধায় শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহ্বায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, মোশররফ হোসেন বাবু, বিএনপির সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশেদ হাবীব সোহেল। নান্দাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া বিপ্লব। কাউনিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু।
কোটালীপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের সভাপতিত্বে সভায় বক্তা দেন- জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আশরাফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবু প্রমুখ। নাটোরে কর্মসূচি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। সাধারণ সম্পাদক ছিলেন রাসেল রনি। বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য কাজী শাহ আলম, সাইফুল ইসলাম আফতাব ও সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
ভোলায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মো. রুকু চৌধুরী, জাকির হোসেন মনির, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন প্রমুখ। পাবনায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সাধারণ সম্পাদক কমল শেখ টিটুসহ নেতারা।
টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক ও সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন জুয়েল, রুবেল মিয়া, জাহিদুর রহমান জাহিদ, রাশেদুল ইসলাম রিমন। গৌরীপুরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন। পরিচালনা করেন সদস্য সচিব মো. আবদুল কাদির।
বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, শফিকুল ইসলাম, মইলাকান্দার সদস্য সচিব সোহেল রানা। পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`