শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক

৩১ দফা বাস্তবায়নে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৪

৩৩১

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক

৩১ দফা বাস্তবায়নে এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত

বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা, সেটা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছে বিএনপি ও সমমনা দলগুলো। তারা বলছে, এই সরকারকে এজন্য বিএনপি এবং সমমনা দলগুলো সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে। পাশাপাশি বৈঠকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে সবাই এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সমমনা দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং লিয়াজোঁ কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আমরা কি করতে যাচ্ছি, সেবিষয়ে সবাই মিলে আলাপ-আলোচনা করেছি। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা পলায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা এবং যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে- সেটা পূরণে আমরা যারা যুগপৎ আন্দোলনে এক সঙ্গে কাজ করছি এবং শেখ হাসিনাকে বিদায় করার জন্য আন্দোলন করেছি। অনেক ত্যাগ-তিতিক্ষা করেছি। সবাই মিলে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় কি এবং কি কাজ করতে পারি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে। 

তিনি বলেন, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছে, দেশের অনেক মানুষের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে- এই সরকারের উপর জনগণের এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই, এই আগামী বাংলাদেশের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা- এই সরকার সেটা পূরণ করতে সক্ষম হবে। এজন্য এই সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো।

যতগুলো রাষ্ট্র সংস্কার ও মেরামতের বিষয় আছে- যেগুলোর করার মাধ্যমে এবং বিগত দিনে প্রাতিষ্ঠাকিভাবে যে ধ্বংস করা হয়েছে, এগুলো কিভাবে সঠিক জায়গায় নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের ৩১ দফা, রাষ্ট্র সংস্কারে এই ৩১ দফা নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনের সবাই মিলে এই ৩১ দফা করা হয়েছে। এটা বিএনপির একার নয়। এটা আগামী দিনে আমরা বাস্তবায়ন করব।

খসরু বলেন, আগামীদিনে যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, সেখানেও এই ৩১ দফা থাকবে। নির্বাচনের পরবর্তীতে তারেক রহমান যে জাতীয় সরকারের ঘোষণা করেছেন- সেই জাতীয় সরকারে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাই মিলিতভাবে আমরা কজ করব। আগামী জাতীয় সরকার সেটা বাস্তবায়ন করবে। 

বিকাল সাড়ে ৩টায় গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।  পরে বিকাল ৫টা ১০ মিনিটে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে বৈঠক করে দলটি। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৮ সদস্য একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। সর্বশেষ বিকাল ৫টা ৫০ মিনিটে গণঅধিকার পরিষদের (একাংশ) সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে দলটির আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। 

আগামীকাল বিকাল ৫টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গে বিএনপির বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত