ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়: কামাল হোসেন
ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়: কামাল হোসেন
‘টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় গেলে পালাতে হয়। আমরা পালাতে চাই না। জনগণের জন্য রাজনীতি করি এবং এই মাটিতেই মরতে চাই। সব বিভেদ ভুলে দলের ঐক্যবদ্ধ যাত্রা দেশের অন্যতম রাজনৈতিক দল গণফোরামকে আরও শক্তিশালী করবে।’
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন এসব কথা বলেন।
সভায় দলের দুই অংশ মোস্তফা মহসিন মন্টুর পক্ষ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন পক্ষ এক হওয়ার যৌথ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন ও ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।
ড. কামাল হোসেন বলেন, গণফোরাম ব্যর্থ হয়নি। দেশের জন্য সুষ্ঠু রাজনীতি করতেই গণফোরাম সৃষ্টি হয়েছে। আমরা বিক্রি হইনি। টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতা এসেছে, জনগণ তাদের টিকতে দেয়নি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে সবার। ক্ষমতার অপব্যবহার, অর্থপাচার, লুটপাট করেছে যারা, জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেয়নি। সততাই গণফোরাম ও আমাকে টিকিয়ে রেখেছে। বেঁচে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, অর্থপাচারের মূল কারণ দুর্নীতি। দুর্নীতিবাজ মানুষদের জনগণ দেশ থেকে বের করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গড়তে হবে।
উভয় অংশের যৌথ ঘোষণা পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ