শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা

অপরাজেয় বাংলা ডেস্ক

১২:০৫, ৬ আগস্ট ২০২৪

১৮৭

পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক করছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষ থেকে কার নাম প্রস্তাব করা হবে, একইসঙ্গে এ সরকারের কাঠামো নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক বিষয় ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় কী হবে, তা নির্ধারণ হবে।

দীর্ঘদিন পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল সাড়ে দশটায় শুরু হওয়া বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন।

এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত