শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপির ঐক্যের ডাকে সমর্থন কর্নেল অলির

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:০৯, ২৭ জুলাই ২০২৪

৫২১

বিএনপির ঐক্যের ডাকে সমর্থন কর্নেল অলির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকারবিরোধী দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নাই। ‘দুর্নীতিবাজ ও জনবিরোধী সরকারের’ বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করার এবং দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করার পদক্ষেপ নিতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির পক্ষ থেকে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে, তাকে তিনি সমর্থন করেন এবং সাধুবাদ জানান। তাঁর দল এই ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল থাকবে।

শনিবার বিবৃতিতে তিনি আরও বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে ‘সশস্ত্র সহিংসতার মাধ্যমে দমন করতে গিয়ে বাংলাদেশের অবৈধ সরকার দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’ 

সাবেক মন্ত্রী অলি আহমেদ বলেন, ‘সরকারকে মনে রাখতে হবে, ধামাচাপা দিয়ে কখনও সমস্যার সমাধান হবে না। ছাত্রছাত্রীদের ওপর অমানবিক অত্যাচার হয়েছে এবং গভীর রাতে অসহায় ছেলেমেয়েদের জোরপূর্বক অস্ত্রের মুখে হল থেকে বের করে দিয়ে রাস্তায় নিয়ে আসা হয়েছে। পরে কয়েকশ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়েছে, কয়েক হাজার আহত হয়েছে।’

তিনি বলেন, ‘এই সরকারের সময় বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত হত্যাকাণ্ড এবং কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রকাশ্যে গোলাগুলি আল্লাহ কখনোই ক্ষমা করবেন না।’ এলডিপি প্রেসিডেন্ট আরও বলেন, ঘটনাগুলোকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হোক বা নতুন নতুন নাটক করা হোক, এতে কিছু আসে যায় না। প্রকৃত ঘটনা দেশের জনগণ দেখেছে এবং সমগ্র পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত