রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে : জি এম কাদের

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৫৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪

২৩৬

দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে : জি এম কাদের

আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষার মান বাড়ছে না। আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও, তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্র ছায়ায় সরকার দলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে আগামীতে শিক্ষার মান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলে জানান তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত