সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে’

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:০৯, ১২ জানুয়ারি ২০২৪

৩০২

‘শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রজ্ঞাপন জারি, তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠন প্রমাণ করে শেখ হাসিনাকে অজানা ভীতি-আতঙ্ক ঘিরে ধরেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভুয়া-জালিয়াতির ওপর সিংহাসন করলে এমন নির্ঘুম আতঙ্কে জীবন পতিত হয় উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন তো প্রত্যাখ্যান করেছে। তার সঙ্গে জড়িত প্রক্রিয়া, ব্যক্তি, ফলাফল, শপথ, সংসদ ও সরকার সবকিছুই অগ্রহণযোগ্য। জনগণ ভোট বর্জন করলেও সাজানো নির্বাচনে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

নতুন মন্ত্রিসভা নিয়ে তিনি বলেন, এই মন্ত্রিসভা নিয়ে আমরা কী বলব? এটা ডামি; এই মন্ত্রিসভা নিয়ে কথা বলতে চাই না। আমরা আর মামুরা মিলে ঘোষণা ছাড়াই একদলীয় সংসদ প্রতিষ্ঠা করলেন শেখ হাসিনা। 

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্খার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, দিবানিদ্রায় থাকা নির্বাচন কমিশনের মাধ্যমে শেখ হাসিনার উপহার দেওয়া ভেজাল নির্বাচন ও কন্ঠরোধের গণতন্ত্র তারা (বিদেশিরা) প্রত্যাখ্যান করেছে। এই প্রতারণার ডামি নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি। অচিরেই এই সরকার চোরাবালিতে হারিয়ে যাবে। কারণ এরা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিপীড়নের সব রেকর্ড ভেঙে বিশ্বমানবতার শত্রু হিসেবে বিবেচিত হয়েছে।

নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থীরাই ‘কারচুপি আর ভোট ডাকাতির’ কথা তুলে ধরছে উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগের পরাজিত নেতারাই শেখ হাসিনাকে অবৈধ ভোটের প্রধানমন্ত্রী উপাধি দিচ্ছেন। এবার যে নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে, তা নিজেরাই সংবাদ সম্মেলন করে তুলে ধরছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত