টাঙ্গাইলে কাদের সিদ্দিকী হারলেও জয়ী লতিফ সিদ্দিকী
টাঙ্গাইলে কাদের সিদ্দিকী হারলেও জয়ী লতিফ সিদ্দিকী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তার বড় ভাই আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে আসনে অনুপম শাহজাহান জয় পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোটে। গামছা প্রতীক নিয়ে ৬৭ হাজার ৫০১ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের সিদ্দিকী।
এর আগে এ আসন থেকে কাদের সিদ্দিকী দুইবার এমপি নির্বাচিত হন। অপরদিকে অনুপম শাহজাহান জয় এর আগে একবার (২০১৪) এমপি নির্বাচিত হয়েছিলেন।
তবে গামছা প্রতীক নিয়ে নৌকার কাছে কাদের সিদ্দিকী হেরে গেলেও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তার বড় ভাই আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
ট্রাক প্রতীক নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৭০ হাজার ৯৪০ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৫৪ হাজার ৭৫ ভোট। এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`