সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকার ক্ষমতায় টিকতে পারবে না: কর্নেল অলি

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:০৬, ৫ জানুয়ারি ২০২৪

১৮৯

সরকার ক্ষমতায় টিকতে পারবে না: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, নির্বাচনের পর রাজনীতির আসল খেলা হবে। বিশ্বের ক্ষমতাধররা বসে নেই, বসে থাকবে না। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। ৭ জানুয়ারির পর খেলা হবে। সরকার ক্ষমতায় টিকতে পারবে না। 

শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে নির্বাচন ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েছেন জানিয়ে কর্নেল অলি বলেন, প্রহসনের নির্বাচনে অংশ নিতে রাজি করানোর জন্য ছয়জনের একটি গ্রুপ আমার বাসায় এসেছিল। তারা কোটি টাকা, মন্ত্রিত্ব, দুটি সিট অফার করেছিল, আমি রাজি হইনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গণতন্ত্রের সঙ্গে বেইমানি করিনি। 

এ সময় তিনি দাবি করেন, প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া কখনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। ৭ জানুয়ারি প্রহসন হবে। দেশে ‘ওয়ান উইমেন’ সিস্টেম চালু করেছেন প্রধানমন্ত্রী। একদলীয় শাসন কায়েম হচ্ছে। এজন্য ভোট বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের রাজনীতি নিয়েও কথা বলেন মুক্তিযোদ্ধা অলি আহমদ। 

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এখন আর কোনো রাজাকার নেই। আগের সব নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জামায়াতের রাজনীতি করার অধিকার আছে কিন্তু সরকার জামায়াতকে নিপীড়ন করছে বলেও অভিযোগ করেন এই সিনিয়র রাজনীতিবিদ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত