সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭ জানুয়ারি ভোট নয়, ফ্যাসিবাদের পতন দিবস: রেজা কিবরিয়া

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:০২, ২৩ ডিসেম্বর ২০২৩

২২০

৭ জানুয়ারি ভোট নয়, ফ্যাসিবাদের পতন দিবস: রেজা কিবরিয়া

৭ জানুয়ারি ভোট নয়, ফ্যাসিবাদের পতন দিবস বলে ক্ষমতাসীনদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ একাংশের উদ্যোগে ‘আগামী ৭ জানুয়ারি ভোটবর্জনের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিক্ষোভ সমাবেশ শেষে পল্টন এলাকায় ভোটবর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রেজা কিবরিয়া বলেন, আগামী ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে। এই নাটকে জনগণ সাড়া দেবে না। আমরা গণঅধিকার পরিষদ দেশের জনগণকে আহ্বান জানাই— আপনারা আগামী ৭ জানুয়ারি পরিবারকে সময় দিন, পরিবার নিয়ে ঘুরতে যান। সরকারের অবৈধ এমপি, মন্ত্রী এবং আমলারা জনগণকে নানান ভয়ভীতি দেখাচ্ছেন ভোটকেন্দ্রে নেওয়ার জন্য। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই— জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি কিন্তু ভালো হবে না। ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না।

সমাবেশে গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেন, ইঞ্জিনয়ার ফাহিম, শামসুদ্দিন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোজাম্মেল মিয়াজি, জাকির হোসেন, আবদুল্লাহ, শফিকুল ইসলাম রতন, লোটাস মোকসেদ, আলামিন হোসাইন, ইমামউদ্দিন, ফায়সাল, সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত