সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আ.লীগ: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৩

২৫৮

জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আ.লীগ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুনরায় পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

শনিবার (২৩ ডিসেম্বর) অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা, শাহজাহানপুর কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে চায়। এ জন্য প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য এটি অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তাই ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে যে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতোমধ্যেই ‘ডামি নির্বাচন’ হিসেবে উপাধি পেয়েছে। অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা নির্বাচনের আয়োজন করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরা নিজেরাই সহিংসতা ঘটাচ্ছে। জনগণ ও দেশপ্রেমিক ভোটাররা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত