সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শরিকদের ৭ আসনের বেশি ছাড় নয়: ওবায়দুল কাদের

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৩৫, ১৫ ডিসেম্বর ২০২৩

৩০১

শরিকদের ৭ আসনের বেশি ছাড় নয়: ওবায়দুল কাদের

এবারের নির্বাচনে ১৪ দলের শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেওয়া হবেনা। তাদের প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময়  টিআইবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, যারা মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, এর মধ্যে একটি হলো টিআইবি। তারা বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এবার নিবন্ধিত ২৮ দল এ নির্বাচনে অংশ নিচ্ছে। তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না?’

টিআইবিকে প্রশ্ন ছুড়ে তিনি আরও বলেন, ‘টিআইবি বলেছে, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিবন্ধিত ২৮ দল নির্বাচনে আসছে। বিএনপিসহ কয়েকটি দল দূরে রয়েছে। এখন বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণ হবে না তার মানে কী? টিআইবি কী বিএনপির শাখা সংগঠন যে একই সুরে কথা বলছে?’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত