জাতীয় স্বার্থে নির্বাচন স্থগিত করুন: জেএসডি
জাতীয় স্বার্থে নির্বাচন স্থগিত করুন: জেএসডি
রাষ্ট্রীয় স্বার্থ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ ভয়াবহ বিপর্যয় এড়াতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করে ঐকমত্যের ভিত্তিতে ‘জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়- একদলীয় বা এক প্রতীকের নির্বাচন, সমঝোতা বা ভাগ-বাটোয়ারা বা আসন বণ্টনের নির্বাচন কোনোক্রমেই প্রতিযোগিতামূলক নির্বাচনের নিশ্চয়তা দেয় না। একতরফা নির্বাচনে রাষ্ট্রের স্থিতিশীলতা যেমন হুমকির মুখে পড়বে, তেমনি সরকারের কূটনীতি সংকটের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। শুধু ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রের রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতিকে চরম সংকটের দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রকে পরাশক্তিসমূহের খেলার হাতিয়ারে পরিণত করার অশুভ উদ্যোগ কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না।
এতে আরও বলা হয়, জনসমর্থনবিহীন নির্বাচনী নাটকের আয়োজন, একদিকে যেমন লুটেরা সমাজের উত্থানের পথ সুগম করবে, অন্যদিকে তেমনি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র বিনাশ করবে। এ অবস্থায় একতরফা নির্বাচনের আয়োজন স্থগিত করা জরুরি। বিদ্যমান সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে- নির্বাচন স্থগিত করে পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে সংলাপের আয়োজন করা। জনগণের এ রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্যোগ নেওয়াই হবে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক শঙ্কাসহ সব ধরনের সংকট থেকে উত্তরণের রক্ষাকবচ।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`