সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউএনও-ওসিদের বদলি হাসি-তামাশার: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:৫২, ৩ ডিসেম্বর ২০২৩

৩১৫

ইউএনও-ওসিদের বদলি হাসি-তামাশার: রিজভী

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির সিদ্ধান্তটি আওয়ামীমনা রদবদল মাত্র। সমগ্র প্রক্রিয়াটি হাসি-তামাশার নজিরবিহীন নাটক।’

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার, বাড়িঘরে তল্লাশি ও হামলার মতো এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে নির্বাচন কমিশন কীসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপির নেতাকর্মীরা যখন ঘরছাড়া, এলাকাছাড়া তখন নির্বাচন কমিশনের এমন নির্বাচন আয়োজনের প্রতি জনগণের মোটেও ভ্রুক্ষেপ নেই। যে নির্বাচনে ৬০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না সেই নির্বাচন নিয়ে এত তোড়জোড় করতে কীসের কৃতিত্ব দেখাচ্ছেন কাজী হাবিবুল আউয়াল।’

তিনি বলেন, ‘পুরুষশূন্য বাড়িগুলো হামলা চালিয়ে ধ্বংস করছে। বাড়ির নারীদের অপদস্ত করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ শুধু বিএনপির পরিবারগুলোতেই বিরাজ করছে না। সাধারণ ভোটাররাও অজানা আশঙ্কায় সন্ত্রস্ত হয়ে আছে।’

রিজভী বলেন, ‘গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে সাংবাদিকসহ সাধারণ নেতাকর্মীকে পৈশাচিকভাবে নিহত ও আহত করা হয়েছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের মোট ২৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ১০টি, আসামি ৯৮৫ জন। আহত হয়েছে ৫০ জন, মৃত্যু একজন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত