দ্বাদশ সংসদের নির্বাচনে ৩০ দলের লড়াই, থাকছে না বিএনপি
দ্বাদশ সংসদের নির্বাচনে ৩০ দলের লড়াই, থাকছে না বিএনপি
দেশের বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে বিএনপিসহ ১৪টি দল অংশ নিচ্ছে না। ৩০টি দল থেকে প্রার্থীরা এবারের ভোটে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ খবর দিচ্ছে। তবে দলগুলোর নাম এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি।
মনোনয়ন দাখিলের সময় পার হয়ে যাওয়ার পর ইসির পক্ষ থেকে বলা হয়েছে, "সময় শেষ হয়ে গেছে, আর কারও নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই।"
এর আগে ২০১৪ সালে দশম সংসদের নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। পরে ২০১৮ সালের একাদশ সংসদের ভোটে অংশ নেয় দলটি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে থাকা দলটি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ছিল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এবার সারাদেশে সব মিলিয়ে ২ হাজার ৭৪১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ছয় বিভাগে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৮ জন এমপি। বরিশাল বিভাগে জাতীয় পার্টির এক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ৩০০ আসনের মধ্যে বগুড়া-৭ আসনে সর্বোচ্চ ২৫ প্রার্থী এবং সর্বনিম্ন প্রার্থী দিনাজপুর-২ ও ৪ আসনে চারজন করে।
ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আজ উৎসবমুখর পরিবেশে সারাদেশের ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় ব্যাপকহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নেওয়ার বিধান থাকলেও এই বিধান বেশির ভাগ প্রার্থীকে মানতে দেখা যায়নি।
ইসি গঠিত ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শাতে বলেছে। এই ১৮ জনের মধ্যে দু’জন মন্ত্রী ও তিন প্রতিমন্ত্রীসহ অধিকাংশই বর্তমান সংসদের এমপি। এ ছাড়া ক্রিকেট তারকা সাকিব আল হাসানকেও কারণ দর্শাতে বলা হয়েছে। এই বিধি লঙ্ঘনের দায়ে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এদিকে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। আর কারও নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই। বিশেষ করে আইজিপি ও জননিরাপত্তা বিভাগের সচিব রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন এবং আইজিপিও অবহিত করেছেন। নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে কমিশনকে জানিয়েছেন।
ইসি সচিব বলেন, বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসনিক বিষয়ে কোনো নির্দেশনা রয়েছে কিনা তা নিয়ে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন। কমিশন তাঁর বক্তব্য শুনেছেন এবং সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম নেবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`