সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকার নীল নকশা করে পার পাবে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

১২:১৯, ৩০ নভেম্বর ২০২৩

২৯৮

সরকার নীল নকশা করে পার পাবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকার নীল নকশা করে পার পাবে না। তাদেরকে ক্ষমতা থেকে নামতেই হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আমাদের নেতাকর্মীরা শত বাধা উপেক্ষা করে রাস্তায় নেমেছে। জনগণও রাস্তায় নেমে এসেছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে।

তিনি আরও বলেন, চলমান এ লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যত নীল নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে দখল করে রাখা ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই তাদেরকে নামতে হবে।

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপি-জামায়াতে ইসলামীর ঘোষিত হরতাল কর্মসূচি চলছে।

সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত