সরকার নীল নকশা করে পার পাবে না: রিজভী
সরকার নীল নকশা করে পার পাবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকার নীল নকশা করে পার পাবে না। তাদেরকে ক্ষমতা থেকে নামতেই হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আমাদের নেতাকর্মীরা শত বাধা উপেক্ষা করে রাস্তায় নেমেছে। জনগণও রাস্তায় নেমে এসেছে। দুর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে।
তিনি আরও বলেন, চলমান এ লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যত নীল নকশা করুক না কেন, তারা পার পাবে না। অবৈধভাবে দখল করে রাখা ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই তাদেরকে নামতে হবে।
দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপি-জামায়াতে ইসলামীর ঘোষিত হরতাল কর্মসূচি চলছে।
সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`