সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদা জিয়ার আসনে নৌকার প্রার্থী নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৯, ২৯ নভেম্বর ২০২৩

৪৭১

খালেদা জিয়ার আসনে নৌকার প্রার্থী নাসিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বুধবার (২৯ নভেম্বর) সকালে তিনি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগল নাইয়া উপজেলা নিয়ে ফেনী-১ আসন গঠিত। এ আসনে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী ও ২ বার প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। ২০১৪ ও ২০১৮ জোটবদ্ধ নির্বাচনে এ আসনে এমপি হন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। 

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল বাসার মজুমদার তপন,  পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, প্রার্থীর সহধর্মিনী অধ্যাপক ডা. জাহানারা আরজু প্রমুখ।

মনোনয়ন ফরম জমা দেয়ার পর  সাংবাদিকদের তিনি জানান, আমি আগেও এই জনপদের মানুষের জন্য অনেক উন্নয়ন করেছি। বর্তমানেও কাজ করে যাচ্ছি। ১৯৭৩ সালের পর থেকে ফেনীর এ সংসদীয় আসনে নৌকার শক্তিশালী প্রার্থী ছিলোনা। যার কারণে দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের অনুরোধে আমি প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিকে নির্বাচন করার জন্য পছন্দ করেছেন। আশাকরি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত না হলেও এলাকার মানুষের জন্য কাজ করে যাব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত