সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আ.লীগের অধীনে কেন নির্বাচনে যাব আমরা: নজরুল ইসলাম খান

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০২, ২৮ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:০৬, ২৮ নভেম্বর ২০২৩

৩৩০

আ.লীগের অধীনে কেন নির্বাচনে যাব আমরা: নজরুল ইসলাম খান

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে নিয়ে সংলাপ হতে পারে। সংলাপ হবে না, হওয়ার সময় নেই এসব কথা ঠিক নয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে এসব বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, সরকারের কাছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা গুরুত্বপূর্ণ নয়। সরকারের উচিত ছিল অনেক আগেই সংলাপের আয়োজন করা। সংলাপ হওয়ার এখনও সময় আছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ২০১১ সালে সংবিধান সংশোধনীর পর থেকে দেশের রাজনীতিতে শান্তি নাই। এই যে অস্থিরতা তৈরি করা হলো, তার উদ্দেশ্য জোর করে ক্ষমতায় টিকে থাকা।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিদেশিদের বোঝানো হচ্ছে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তাই ৭ জানুয়ারি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এখনও বর্তমান প্রধানমন্ত্রী ২৯ তারিখের আগে ২৭ জানুয়ারিও যদি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের আহ্বান করেন, তারপরও ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব তা সংবিধানেই আছে। তাই সময় নেই এ কথার কোনো ভিত্তি নেই।

নির্বাচনে অশগ্রহণের বিষয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে কেন নির্বাচনে যাব আমরা? সরকার জবরদস্তি করছে। জনগণের অধিকারকে যারা তছনছ করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত