সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেএসডি নির্বাচনে অংশ নেবে না: আ স ম রব

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:০৮, ২৫ নভেম্বর ২০২৩

৩৩৭

জেএসডি নির্বাচনে অংশ নেবে না: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ করবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি আ স ম আবদুর রব। একই সঙ্গে রাষ্ট্রকে জিম্মি করে সরকার ক্ষমতা ধরে রাখার চক্রান্ত করছে অভিযোগ করে দ্বাদশ সংসদের ‘পাতানো’ নির্বাচন থেকে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও ব্যক্তিকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আসম রব একথা বলেন। 

জেএসডি সভাপতি বলেন, আবারও ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন রাষ্ট্রকে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমীকরণে চরম বিপর্যয়ে ফেলবে। অভ্যন্তরীণ অস্থির রাজনীতিকে অধিকতর অস্থির ও সংঘাতমুখীসহ এবং গণতান্ত্রিক বিশ্ব থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে।

তিনি বলেন, রাষ্ট্র ও জনগণকে বলি দিয়ে অবৈধ ক্ষমতা ধরে রাখার অপকৌশল কোনো ক্রমেই গ্রহণীয় হতে পারে না। বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার, কারাগারে প্রেরণ এবং কারাদণ্ড প্রদান আজকের বিশ্বে বিরল ঘটনা। বল প্রয়োগ করে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে কেবলমাত্র ইচ্ছা পূরণের নির্বাচনের মাধ্যমে পূর্বনির্ধারিত ফল ঘোষণার আনুষ্ঠানিকতা রাষ্ট্রের স্থিতিশীলতাকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। আ স ম বর বলেন, রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা আঁকড়ে রাখার সরকারের আত্মঘাতী অপকৌশলের বিপজ্জনক ফাঁদে যারা জড়িত হবেন, ভবিষ্যতে তাদেরকেও দায়-দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনি তফশিল বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে অন্তর্বতীকালীন সরকার গঠন এবং ঘোষিত ৩১ দফার ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনই হবে এই মুহূর্তের রাজনৈতিক করণীয় ও কর্তব্য। চলমান গণআন্দোলনের লক্ষ্য অর্জন ব্যতিরেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি- কোনো অবস্থাতেই বর্তমান সরকারের অধীন দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত