বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী
বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন একটি মোটরসাইকেলে করে কালো পোশাক ও মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দ হয়। বাসার বাইরে পুলিশের তিন থেকে চারটি মোটরসাইকেল ছিল। দারোয়ান হামলাকারীদের ধরতে বললেও পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করেছে।
তিনি বলেন, এর আগেও বাসায় হামলা হয়েছে, এখনও হচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারাদেশে এমন তাণ্ডব চালিয়ে বিরোধীদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। আর পুলিশ তাদের প্রশ্রয় দিচ্ছে।
আব্বাসপত্নী আরও বলেন, তারা মূলত মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল, পল্টন এলাকা তাদের আওতায় থাকবে। কিন্তু আব্বাস তো জেলে। আজকে ককটেল বিস্ফোরণে আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারত।
এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলেও থানা বা আদালত মামলা নেয় না বলে অভিযোগ করেন তিনি।
এদিকে আফরোজা আব্বাসের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলেছে পুলিশ।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`