সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি’

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৩৬, ২০ নভেম্বর ২০২৩

৩২৮

‘নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু হবে সেই আস্থা এখনও পুরোপুরি হয়নি। 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা অনেক আশা করেছিলাম যে, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে। 

নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত কে দেবেন এ বিষয়ে জাপা মহাসচিব বলেন, আমাদের দলের চেয়ারম্যানকে সংগঠনিক সব স্তর থেকে ক্ষমতা দেওয়া হয়েছে, উনি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে উনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

সংলাপের বিষয়ে তিনি বলেন, সরকারি দল ও বিএনপি কেউ আগ্রহী নয় সংলাপে, তবে এখনও সময় আছে আলোচনায় বসার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত