তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে: মাহবুব উদ্দিন খোকন
তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে: মাহবুব উদ্দিন খোকন
নির্বাচনকালীন সরকারের ফয়সালা না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন।
এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন বিএনপির মহাসচিবসহ নেতারা জেলে। দলের কেন্দ্রীয় কার্যালয় তালা দেওয়া। এ অবস্থায় রেখে তফসিল ঘোষণা করা সাংঘর্ষিক আচরণ।
তফসিল ঘোষণা হলে পরিস্থিতি আরও জটিল হবে উল্লেখ করে তিনি বলেন, তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। আমি মনে করি, নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা দেশের জন্য শুভকর নয়।
বিএনপির এই নেতা বলেন, আমাদের দাবি হলো গণতন্ত্র বাঁচান, মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন। এটাই দলের পক্ষ থেকে দাবি।
সংলাপের বিষয়ে তিনি বলেন, ডায়লগ নিয়ে বলা হচ্ছে। চিঠি দিয়েছে আমেরিকান অ্যাম্বাসি। সে বিষয়ে বলতে চাই- কার সঙ্গে ডায়লগ হবে, আওয়ামী লীগের সঙ্গে?
মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৪ সালে ডায়লগ হয়েছিল। তারা কী করেছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। ২০১৮ সালেও ডায়লগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল, প্রধানমন্ত্রী নিজেও আশ্বাস দিয়েছিলেন যে, নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। কিন্তু হয় নাই। তারপরে রাতে ভোট হয়ে গেছে। আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে না। অতীতের ইতিহাস অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করলেও আমি মনে করি এটা বৃথা যাবে। কোনো লাভ হবে না।
সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যারা যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি বিবেকবান কোনো দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`