নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা তৃণমূল বিএনপির
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা তৃণমূল বিএনপির
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল তৃণমূল বিএনপি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।
শমসের মুবিন চৌধুরী জানান, আগামী নির্বাচনে ৩০০ সংসদ আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে হবে নির্বাচন কমিশনকে।
নির্বাচন সুষ্ঠু করতে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান শমসের মুবিন। তিনি বলেন, ‘আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশের মানুষের স্বার্থে এগিয়ে আসেন, যাতে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ সে নারী হোক, পুরুষ হোক, যে ধর্মেরই হোক, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এদেশে প্রতিটি মানুষের অধিকার সমান।’
তৃণমুল বিএনপির চেয়ারপারসন জানান, তৃণমূল বিএনপি জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না। একই সঙ্গে লগি-বৈঠার তাণ্ডবও চায় না তাঁদের দল। অসাম্প্রদায়িক রাজনীতিতে তৃণমূল বিএনপি বিশ্বাস করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। দলটির প্রতীক সোনালি আঁশ। তৃণমুল বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা। তিনি ১৯৯১ ও ২০০১ সালে দুই দফায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০১২ সালে তিনি বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন একটি দল গঠন করেন। সেখান থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৫ সালে গঠন করেন তৃণমূল বিএনপি।
গত সেপ্টেম্বরে জাতীয় কাউন্সিলে দলটির নেতৃত্বে আসেন বিএনপির আরও দুই নেতা। এর মধ্যে চেয়ারপারসন নির্বাচিত হন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, আর মহাসচিব হন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার।
শমসের মুবিন চৌধুরী বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন। ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতও। অবসরের পর ২০০৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পরের বছরই দলটির ভাইস চেয়ারম্যান মনোনীত হন তিনি।
২০১৫ সালের অক্টোবরে তিনি হঠাৎ করেই বিএনপির রাজনীতি থেকে সরে আসেন। ২০১৮ সালের নির্বাচনের আগে যোগ দেন বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে। তিনি এখনো দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে তৈমুর আলম খন্দকার দীর্ঘসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটির প্রথম নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন। ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`