চলছে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি
চলছে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চ বানানোর কাজ শেষ করেছে আওয়ামী লীগ।
শনিবার (২৮ অক্টোবর) সকালে অস্থায়ী মঞ্চ নির্মাণ শেষ হয়। এখন চলছে মূল সড়ক ও সমাবেশস্থল পরিষ্কার-পরিছন্ন করার কাজ ও মাইক সেটাপ ও চেয়ার বসানোর কাজ।
দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলে আয়োজকেরা রয়েছেন। কয়েকজন নেতাকর্মীকেও মঞ্চের আশেপাশে দেখা গেছে। সমাবেশেস্থলে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এছাড়াও সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যোগ দেবে বলে জানা গেছে। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, মঞ্চে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। যেখামে স্থান পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন যজ্ঞ। সমাবেশ উপলক্ষে বিভিন্ন সড়কে মাইক লাগাতে দেখা গেছে।
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। তবে বেলা ১১টা থেকে সাংস্কৃতি অনুষ্ঠান চলবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মূল সমাবেশ আড়াইটায় হলেও ১১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি আরও বলেন, আজ আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে এ দলের অবস্থান।
সমাবেশে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`