মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণফোরামের সভাপতির পদ ছাড়লেন ড. কামাল

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৫১, ২৭ অক্টোবর ২০২৩

৩৪৭

গণফোরামের সভাপতির পদ ছাড়লেন ড. কামাল

৩০ বছর পর গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন দলটির আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। তিনি এখন থেকে গণফোরামের ইমেরিটাস সভাপতি হিসেবে থাকবেন।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির নেতা নুরুজ্জামান। 

লিখিত বক্তব্যে  ড. কামাল হোসেন বলেন, আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, তথা গণফোরাম-এর সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।

তিনি বলেন, ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখার চেষ্টা করব। দলের প্রতি সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে।

গণফোরামকে গণমানুষের আরও কাছে নিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, দুর্বৃত্তায়িত ও আদর্শহীন রাজনীতিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি ও বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। দেশে চলছে অবাধে লুটপাট, অর্থ পাচার, সর্বগ্রাসী দলীয়করণসহ জবরদস্তিমূলক শাসন।

গণফোরামের কাউন্সিলে দলের নতুন সভাপতি করা হয় মফিজুল ইসলাম খানকে। সাধারণ সম্পাদক হিসেবে আবার দায়িত্ব পান মো. মিজানুর রহমান। বিশেষ এই কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধন করে ইমেরিটাস সভাপতি পদ সৃষ্টি করা হয়, সহযোগী সংগঠন করার সুযোগ তৈরি করা হয় এবং ১০ সদস্যের উপদেষ্টা কমিটির বিধান যোগ করা হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেন, মুস্তাক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সুরাইয়া বেগম।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত