সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে: বিএনপি
সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে: বিএনপি
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সবগুলো স্টেপ হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। যাতে করে কোনোভাবে এখানে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে না পারে। তবে সরকারের পালাবার কোনো পথ নেই, সময় শেষ।
রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা ডাকে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ, উত্তরের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দিকনির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা।
দুপুর ১২টায় শুরু হওয়া যৌথসভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব।
সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করছে। আমাদের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছে। অন্যদিকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, এখন অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৮ তারিখে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে ৪৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এতে আসামি করেছে ১২ হাজার ৬৩০ জনকে। ক্যান ইউ এমাজিন? কোন রাজ্যে আমরা বাস করছি, কোন সমাজে বাস করছি? এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩শর বেশি নেতাকর্মী।’
বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী যেভাবে মামলার বিষয়ে কথা বলেছেন, সাক্ষী আনতে হবে, সাজা দিতে হবে, এসব কথা কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজের প্রধানমন্ত্রী দিতে পারেন না। এতে পরিষ্কার হয়েছে, এই সরকার সরাসরি আদালতে হস্তক্ষেপ করে ফরমায়েশি রায় দিচ্ছে৷’
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`