মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফখরুলকে আজরাইলে আছর করেছে : ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩৯, ১৪ অক্টোবর ২০২৩

৩০২

ফখরুলকে আজরাইলে আছর করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আজরাইলে আছর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইদানিং পিটার হাসের সঙ্গে কথা বলে এসে আজরাইলের সঙ্গে কথা বলে। ফখরুল শেষ পর্যন্ত আজরাইলে আপনার ওপর আছর করেছে। আজরাইলের সঙ্গে কথা কন। কোনো পদযাত্রায় কাজ হয় না।’

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকায় দলটির গণঅনশন কমসূচির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘খবর জানেন? বিএনপির অনশনের খবর জানেন? মির্জা ফখরুল সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাস্তা করছে। মিডিয়াকে বলে অনশন। এরপর আবার রাজখাবার খান।’

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলে শেখ হাসিনাকে আর সময় দেবে না। সময় দেওয়ার তুমি কে? সময় দেবে বাংলার জনগণ।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন তো আর মার্কিন নিষেধাজ্ঞা আসছে না। এখন দলের নেতাকর্মীদের কী বলবেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘুরাঘুরি করে এমন কথাও আপনি বলেছেন। শেখ হাসিনা কারও কাছে ঘোরাঘুরি করতে যায় না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, জনগণের জন্য, অর্থনীতিকে বাঁচাতে। সহ্য হয় না? হায়রে অন্তর্জ্বালা!

সেতুমন্ত্রী বলেন, ‘এরা অন্ধকারের জীব। ফখরুল আজকে বলে বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। ফখরুল তোমার বিএনপি ফোকলা হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। আইএমএফ বলেছে, বাংলাদেশ অর্থনীতিতে অগ্রসরমান। অর্থনীতি সঠিক পথে। কী বলে নাই? আজকেই রিপোর্ট আছে পত্রপত্রিকায়।’

বিএনপির অবরোধের ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন। আওয়ামী লীগ ঢাকা সিটিতে আশপাশে দুর্গ হয়ে আছে। অবরোধ করলে অবরোধে আপনারাই পরবেন।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমা সবাইকে দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুজিব নামে ছবিটা দেখেছেন? বঙ্গবন্ধুকে জানতে হলে, বাংলাদেশকে জানতে হলে ইতিহাসের অনেক অজানা তথ্য আছে। পাশের প্রেক্ষাগৃহ আছে। এই সুযোগ কেউ মিস করবেন না। অজানা অনেক তথ্য এখানে লুকিয়ে আছে। আমি অনুরোধ করব আপনারা অনতিবিলম্বে এই ছবিটি দেখবেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত