বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৩

৪৯০

এক দফা দাবিতে বিএনপির সমাবেশ শুরু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখালে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে চলছে সমাবেশ।

সোমবার (সেপ্টেম্বর ২৫) দুপুর তিনটা থেকে সমাবেশ শুরু হয়েছে। এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিএনপি জানিয়েছে, যাত্রাবাড়ীর ধোলাইখালের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের  স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

সমাবেশে বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি  ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

একই সময় সাভারের আমিনবাজারে সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে। কিন্তু সেখানে মঞ্চ ভেঙে দেওয়ায় এবং পুলিশের অনুমতি না থাকায় সমাবেশ স্থগিত করা হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত