বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোডমার্চ বিএনপি নেতাদের চলে যাওয়া ঠেকাতে পারবে না: হাছান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩

২৭০

রোডমার্চ বিএনপি নেতাদের চলে যাওয়া ঠেকাতে পারবে না: হাছান মাহমুদ

বিএনপির ‘রোডমার্চ কর্মসূচি’ নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নেতাদের চলে যাওয়া ঠেকানোর জন্য বিএনপি এখন রোডমার্চ দিচ্ছে। হয়তো কয়দিন পর আরও অন্য কর্মসূচি দেবে। তিনি বলেন, ‘এগুলো করেও বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া, কিংবা নতুন প্ল্যাটফর্ম করা—তারা ঠেকাতে পারবে না।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি কিছু দিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনও নতুনত্ব নাই। ক’দিন হাঁটা কর্মসূচি, ক’দিন বসা কর্মসূচি, ক’দিন গণমিছিল কর্মসূচি, এগুলো গতানুগতিক। বিএনপিকে অনুরোধ জানাবো, তাদের দল থেকে যে নেতারা চলে যাচ্ছে, সেটি নিয়ে কিছু বলার জন্য।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত