রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হোটেল এরাম থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক

২১:২২, ১৭ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২০

১০৬৬

হোটেল এরাম থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ

রাজধানীর শুক্রাবাদে হোটেল এরাম ইন্টারন্যাশনাল থেকে অবৈধ মদ জব্দ করা হয়েছে। মদ বিয়ার বিক্রির ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে হোটেলটির বিরুদ্ধে। ভ্যাট গোয়েন্দারা গোপন খবর পেয়ে অভিযানটি চালান। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানান ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

"অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মদ ও বিয়ার বিক্রি অব্যাহত রেখেছে," বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ মার্চ, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হোটেল বার বন্ধ রাখার নির্দেশনা দেয়।

ড. মইনুল বলেন, "ভ্যাট গোয়েন্দারা পরিদর্শনে দেখতে পান, গত কয়েক মাসে শূন্য বিক্রি দেখিয়ে মোহাম্মদপুর সার্কেলে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে হোটেল এরাম। কিন্তু জব্দকৃত বাণিজ্যিক কাগজ থেকে জানা যায় তারা গত মাসগুলোতে নিয়মিত মদ বিক্রি করেছে। অভিযানে বিক্রি চালানের কপি পাওয়া গেছে। এতে সরকারের ভ্যাট ফাঁকির অপরাধ হয়েছে।"

উদ্ধার করা মদ ও বিয়ারের স্বপক্ষে হোটেল এলাম কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। এসব মদ ও বিয়ার হোটেলের ছাদ, মেঝে ও গ্যারেজের বিভিন্ন স্থানে লুকানো ছিল, জানান তিনি।

উদ্ধার করা এসব মদের মধ্যে রয়েছে
- ৩৭৪ বোতল বিদেশি হুয়িস্কি এবং
- ৩,৬৭২ ক্যান বিদেশি বিয়ার।

ড. মইনুল খান বলেন, ভ্যাট আইন অনুসারে এসব পণ্য ক্রয় রেজিস্টারে এন্ট্রি থাকার বাধ্যবাধকতা থাকলেও তা নেই। ভ্যাট গোয়েন্দার কাছে প্রতীয়মান হয়েছে এসব মদ ও বিয়ার চোরাচালানীর উৎস থেকে সংগ্রহ করে হোটেল বারে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

আটক মদের মূল্য প্রায় এক কোটি টাকা জানিয়ে তিনি বলেন, আটক পণ্য ঢাকা কাস্টম হাউজ গুদামে জমা দেয়া হয়েছে।

হোটেল থেকে কম্পিউটারের বিক্রি তথ্য ও বাণিজ্যিক দলিলাদিও জব্দ করা হয়েছে।

ভ্যাট আইন ও কাস্টমস আইন অনুসারে আরো তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, জানান ভ্যাট গোয়েন্দা প্রধান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত