রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫ || ১০ ফাল্গুন ১৪৩১ || ২২ শা'বান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন চাল

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪১, ১৭ জানুয়ারি ২০২৫

১৪১

মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন চাল

মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে এ চাল আমদানি করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে জানান, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল আমদানি করা হয়েছে। সেই চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান।

তিনি আরও বলেন, জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank