কমিটি ঘোষণার পরপরই আটক তিন ছাত্রদলকর্মী
কমিটি ঘোষণার পরপরই আটক তিন ছাত্রদলকর্মী
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিন ছাত্রদল কর্মী। তবে পুলিশের দাবি, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে তাদের আটক করা হয়েছে।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গেলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, মোজাম্মেল হক মনজু, তহিদুল ইসলাম সুমন ও মনিরুজ্জামান। তিনজনই নতুন আহবায়ক সাইফুল আলমের অনুসারী।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অনুমতি ছাড়া হঠাৎ করেই ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের পার্টি অফিসে আসছিল। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ করে। জনমনে আতঙ্ক তৈরির কারণে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের দাবি, শান্তিপূর্ণ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গেলে পুলিশ অতর্কিত ভাবে লাঠিচার্জ করে তিনজনকে আটক করেছে।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল চলতি মাসে ঘোষিত ৫শ জনের ঢাউস কমিটি ভেঙে ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। মহানগর ছাত্রদলের নতুন এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`