মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫ || ২৫ চৈত্র ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোববার থেকে রাজধানীর ১৩ পয়েন্টে কম দামে মিলবে ডিম

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১৬, ৯ নভেম্বর ২০২৪

২৪৫

রোববার থেকে রাজধানীর ১৩ পয়েন্টে কম দামে মিলবে ডিম

ঢাকার দুই সিটি করপোরেশনের ১৩টি জায়গায় সুলভ মূল্যে ডিম পাওয়া যাবে। আগামীকাল রোববার (১০ নভেম্বর) থেকে এসব ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউমার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হবে। এর সার্বিক দায়িত্বে থাকবে দুই সিটি করপোরেশন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

এর মধ্যে তেজগাঁও বাজার ও কাপ্তান বাজারে প্রতিদিন ৬ দশমিক ৫ লাখ করে মোট ১৩ লাখ এবং অবশিষ্ট ১১টি বাজারে মোট ৭ লাখ ডিম সমানুপাতিক হারে বণ্টন করে বিক্রির জন্য সরবরাহ করা হবে।

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank