বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১২ পৌষ ১৪৩১ || ২২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:১৯, ৪ নভেম্বর ২০২৪

২১৩

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই পর্বে হবে ইজতেমা। আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের আয়োজনে বিশ্ব ইজতেমা হবে।

ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে ২০১১ সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।

এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চেয়েছিল সরকার। এজন্য তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছিল। মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাকা ওই বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে বলেন, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত