বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ১ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

২৬৮

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে হোয়ি হয়ুন জিয়াঙকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

এডিবি জানায়, নতুন কান্ট্রি ডিরেক্টর অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে নীতি সংলাপ করবেন। তিনি বাংলাদেশের জন্য এডিবির আসন্ন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি (সিপিএস) তৈরির প্রস্তুতি শুরু করবেন। বর্তমান চলমান সিপিএস এর মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। 

জিয়াঙ এক বিজ্ঞপ্তিতে বলেন, আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতিসহ অর্থনৈতিক বৈচিত্র্য এবং একটি টেকসই প্রবৃদ্ধির জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবো। এজন্য গুরুত্বপূর্ণ বিস্তৃত কার্যক্রম পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে উম্মুখ হয়ে আছি। 

নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ এর ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৫ বছর ধরে কাজ করছেন এডিবিতে। এশীয় উন্নয়ন ব্যাংকে যোগদাদের আগে তিনি রিপাবলিক অব কোরিয়ার কৌশল ও অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। 

তিনি ২০০৯ সালে একজন অর্থনীতিবিদ হিসেবে এডিবিতে যোগদান করেন এবং আঞ্চলিক সহযোগিতা ও কার্যক্রমে ব্যাপক অবদান রাখেন। 

২০১৮ সালে জিয়াং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে ভারতের আবাসিক মিশনে যোগ দেন। তিনি কোরিয়ার একজন নাগরিক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত