বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:০৮, ২৩ আগস্ট ২০২৪

২২৩

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ (সকল পদ স্থগিত)।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে। এছাড়া স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত