ফরিদপুরে লুট হওয়া শটগানসহ তিনটি মোটরসাইকেল থানায় ফেরত
ফরিদপুরে লুট হওয়া শটগানসহ তিনটি মোটরসাইকেল থানায় ফেরত
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ তিনটি মোটরসাইকেল ফেরত দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি। বুধবার (৭ আগস্ট) রাতে থানার নিরাপত্তায় নিয়োজিত আনসারের হাবিলদারের কাছে এসব জমা দেন তারা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। এ ছাড়া ফেরত দেওয়া তিন মোটরসাইকেলর দুটির নম্বরপ্লেট নেই। অপরটির নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।
নাদীরা ইয়াসমিন আরও জানান, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লুটের দুটি মোটরসাইকেল নছিমনে করে এবং অন্যটি চালিয়ে এনে পৌঁছে দেন।
হাবিলদার আব্দুল বাতেন জানান, অপরিচিত ব্যক্তির ফোনে পাওয়া তথ্য অনুযায়ী, অস্ত্রটি আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়।
নাদীরা ইয়াসমিন জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার ডাকা সরকার পতনের এক দফা দাবিতে ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। ওই সময় তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করে নিয়ে যায় তারা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কতগুলো অস্ত্র ও মোটরসাইকেল লুট হয়েছে, সেটা হিসাব ছাড়া বলা সম্বব নয়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`