মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:১৬, ৪ মার্চ ২০২৪

৩৭২

ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

সিরাজগঞ্জে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষক রায়হান শরীফের গুলিতে এক ছাত্র আহত হয়েছেন। এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ওই মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রায়হান শরীফ কমিউনিটি মেডিসিন লেকচারার। গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম আরাফাত আমিন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, শিক্ষক মনসুর আলী রোজ ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। বিকেল ৫টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থী আরাফাত আমিনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন আরাফাত আমিন।

এ ঘটনার পর ওই শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছেন বলে জানান ওসি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank