সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে কর্মী সমর্থক ভোটাররা: জিএম কাদের

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৩

৩০৪

ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে কর্মী সমর্থক ভোটাররা: জিএম কাদের

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সংসদ-সদস্য গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, তারা জাতীয় পার্টির প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি অফিস ভাঙচুর ও পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করছে। এভাবে তারা ভোট প্রভাবিত করার মতো কাজ করছেন।

শনিবার রংপুরে পৈতৃক বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার সময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

নেতাকর্মীদের সতর্ক থেকে ভোটের প্রচারনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে সব ধরনের সংকট পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাধা এলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টির প্রার্থীরা সারা দেশে বিপুল ভোটে নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থা দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

জিএম কাদের বলেন, লালমনিরহাট-২ আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন থেকে সরে যেতে বলছে। সিলেটে নির্বাচনি ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। এমন অনেক ঘটনা সারা দেশে ঘটছে। তবে রংপুর ভালো আছে। আশা করি, সুষ্ঠু নির্বাচনের জন্য সিইসি পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা নিশ্চিত করবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত