ভাসানচরে পৌঁছে খুশি রোহিঙ্গারা, মোনাজাত ও দোয়া
ভাসানচরে পৌঁছে খুশি রোহিঙ্গারা, মোনাজাত ও দোয়া
ভাসানচরে পৌঁছানোর পর মোনাজাত ও দোয়া রোহিঙ্গাদের |
ভাসানচরে পৌঁছে গেছে রোহিঙ্গাদের বহনকারী জাহাজগুলো। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৮টি জাহাজে করে ১৬৪২ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা শুক্রবার বিকেলের দিকে ভাসানচরে পৌছায়। সেখানে পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিঙ্গারা। তাদের জন্য গোছানো সাজানো আবাস দেখে খুশি হয়েছেন।
মোনাজাত করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন অনেকেই।
ভাসানচরে রোহিঙ্গাদের পৌঁছানোর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ রোহিঙ্গা পরিবারগুলো তাদের জন্য বরাদ্দ ঘরে উঠে যান। দীর্ঘ যাত্রার ধকলের কারণে তারা বিশ্রাম করছেন বলেও জানান ওই কর্মকর্তার।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসান চরের পথে যাত্রা শুরু হয়। নৌ বাহিনীর ও কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটে ৮ টি জাহাজ একযোগে ভাসানচরে উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। সকাল ৯ টা থেকে জাহাজ উঠতে শুরু করেন স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা।
এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে চট্টগ্রামের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয় এই রোহিঙ্গাদের। রাতে তাদের রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ‘ট্রান্সজিট ক্যাম্পে’। সেখানে রাতে সকল রোহিঙ্গার স্বাস্থ্যপরীক্ষা করা হয়।
যা রয়েছে ভাসানচরে
১২০টি ক্লাস্টার গ্রাম নিয়ে তৈরি ভাসান চর ১ লাখ রোহিঙ্গার আবাসনের জন্য প্রস্তুত। বিদ্যুৎ ও সোলার প্যানেল, বায়োগ্যাস প্ল্যান্ট এবং মোবাইল ফোনের টাওয়ারসহ ভবনগুলো যে কাউকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। বাড়িগুলো মাটির চার ফুট উপরে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি। পুরো আবাসন সাইটটির নিরাপত্তায় রয়েছে ১৩ কিলোমিটার দীর্ঘ বন্যা সুরক্ষা বাঁধ। এছাড়াও রয়েছে চারটি কমিউনিটি ক্লিনিক, দুটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, দুটি স্কুল ও তিনটি মসজিদ।
জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোঁজার ঠাঁই এই দ্বীপ। সৌরবিদ্যুৎ জোগাবে আলো আর পানি। রান্নায় সাশ্রয়ী আর পরিবেশবান্ধব চুলা। শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় এমন অন্তত ১৬টির বেশি সুবিধা নিয়ে ১ লাখ রোহিঙ্গা শরনার্থীর জন্য অপেক্ষা করছে ভাসানচর, যাদের মধ্যে ১৬৪২ জন শুক্রবার পৌছালেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`