বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১ || ২৪ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনগণই দানবকে পরাজয়ের পথ দেখাবে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১১, ২২ জানুয়ারি ২০২৩

৪৩৫

জনগণই দানবকে পরাজয়ের পথ দেখাবে: ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে, এই আন্দোলনে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘দানব’ আখ্যায়িত করে তাদের হঠাতে কী করতে হবে জনগণই সেই পথ দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন।

৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সরকার সমস্ত স্বপ্নকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। দমন-পীড়ন করছে এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজকে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আজকে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়েছি, আরও ঐক্যবদ্ধ হব। জনগণ আমাদের পথ দেখাবে, কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারব। এটাই হচ্ছে আমাদের মূলকথা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বিএনপি নয়, আজকে সমস্ত রাজনৈতিক দল আমরা একমত হয়েছি, শুধু ক্ষমতার জন্য নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চাই।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এরা কিছুতেই যাবে না, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবে।’

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত