কুষ্টিয়ায় সহকারী অধ্যাপকের কবজি কাটার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ায় সহকারী অধ্যাপকের কবজি কাটার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার
কুষ্টিয়ায় কুপিয়ে কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেনের কবজি বিচ্ছিন্নের ঘটনার মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃত আসামি পলাশের হেফাজত থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধূয়া গ্রামের মোশারফ হোসেন মশা, নাজিমুদ্দিন, সামাদ, মোহাইমিন হোসেন, হালিম, পলাশ ও মুকুল।
শনিবার (৪ জুন) বেলা ১১টায় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ববিরোধের জেরে গত ৩১ মে দুপুর ২টার দিকে পরিকল্পিতভাবে এই হামলা চালায় আসামিরা। এই ঘটনায় আহত শিক্ষকের ছেলে হাসিবুর বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
গত ৩১ মে দুপুরে সদর উপজেলার বংশীতলা এলাকায় আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন বিশ্বাসের (৫২) ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে নাজমুছ সাকিব কুষ্টিয়া সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব কাজ করছে বলেও জানান র্যাব কর্মকর্তা ইলিয়াস খান।
আহত কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালাল বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`