রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে বিচারককে মারধর: ৪ আসামিকে রিমান্ডে চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৩:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২

৮৩৬

চট্টগ্রামে বিচারককে মারধর: ৪ আসামিকে রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে বিচারককে মারধর: ৪ আসামিকে রিমান্ডে চায় পুলিশ
চট্টগ্রামে বিচারককে মারধর: ৪ আসামিকে রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে এক বিচারককে গাড়ির ধাক্কা দিয়ে উল্টো তাকে মারধরের ঘটনায় রানা মরতুজা নামের এক প্রবাসীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে চায় পুলিশ।

সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

মামলার বাকি আসামিরা হলেন—মরতুজার বন্ধু শিশির মাহমুদ, গাড়িচালক আবদুর রহিম, মরতুজার বোন মাসুকা সুলতানা ও জিবান সুলতানা।

রানা মরতুজা বেলজিয়ামপ্রবাসী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি চট্টগ্রামে তার বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।

বিচারককে মারধরের অভিযোগে রানা মরতুজাকে গতকাল রাতেই নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পাঁচলাইশ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন,মামলার পাঁচ আসামির মধ্যে শিশির ছাড়া বাকি চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কেন, কী উদ্দেশ্যে তারা বিচারককে মারধর করেছেন, তা জানার জন্য মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তার স্ত্রীকে নিয়ে নগরের জিইসি মোড়ের একটি কফি শপ থেকে বেরিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি বিচারককে ধাক্কা দেয়। 

তিনি এই ঘটনার প্রতিবাদ জানালে গাড়িতে থাকা পাঁচজন নেমে তাকে কিলঘুষি মারতে থাকেন। বিচারক তার পরিচয় দেওয়ার পরও আসামিরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। বিচারক স্বামীকে মারতে বারণ করলে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন নারী আসামিরা। 

একপর্যায়ে বিচারক ও তার স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পরে পথচারীরা এসে তাদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত রাতে চিকিৎসা নেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত