সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামের সেই ফায়ার ফাইটারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৭:৩৪, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ২১:২৬, ২৬ নভেম্বর ২০২১

৭৪৪

চট্টগ্রামের সেই ফায়ার ফাইটারের মৃত্যু

চট্টগ্রামের সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। তার নাম মো. মিলন। তিনি আগুনের প্রভাবে নয় বরং হৃদরোগে মারা গেছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন।

উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, সকালের দিকে সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে অন্য সদস্যদের সঙ্গে মিলনও আগুন নেভানোর কাজ করেন। আগুন নেভানোর কাজের শেষের দিকে মিলন আমাদের জানান, তার বুকে ব্যথা করছে। 

সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগুনে তার কোনো সমস্যা হয়নি বলেও জানান ফরিদ আহমেদ।

সকাল সাড়ে দশটার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত