শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২১ বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন একুশে পদক

স্টাফ করেসপন্ডেন্ট

২২:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৩:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২১

১৭৪১

২১ বিশিষ্ট ব্যক্তিত্ব পাচ্ছেন একুশে পদক

দেশের ২১ বিশিষ্ট ব্যক্তিকে ২০২১ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি, সমাজসেবা এবং ভাষা ও সাহিত্য এই মোট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাদের একুশে পদকে ভূষিত করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পাচ্ছেন মরণোত্তর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০২১ সালেরেএকুশে পদকপপ্রাপ্তরা হচ্ছেন-

মরহুম মোতাহার হোসেন তালুকদার- ভাষা আন্দোলন
মরহুম শামসুল হক- ভাষা আন্দোলন
মরহুম আফসার উদ্দীন আহমেদ- ভাষা আন্দোলন
বেগম পাপিয়া সারোয়ার- শিল্পকলা, সঙ্গীত
রাইসুল ইসলাম আসাদ- শিল্পকলা, অভিনয়
সুজাতা আজিম- শিল্পকলা, অভিনয়
আহমেদ ইকবাল হায়দার- শিল্পকলা, নাটক
সৈয়দ সালাউদ্দীন জাকী- শিল্পকলা, চলচ্চিত্র
ভাস্বর বন্দোপাধ্যায়- শিল্পকলা, আবৃত্তি
পাভেল রহমান- শিল্পকলা, আলোকচিত্র
গোলাম হাসনায়েন- মুক্তিযুদ্ধ
ফজলুর রহমান খান ফারুক- মুক্তিযুদ্ধ
মরহুমা সৈয়দা ইসাবেলা- মুক্তিযুদ্ধ
অজয় দাশগুপ্ত- সাংবাদিকতা
ড. সমীর কুমার সাহা- গবেষণা
বেগম মাহফুজা খান- শিক্ষা
ড. মির্জা আবদুল জলিল- অর্থনীতি
প্রফেসর কাজী কামরুজ্জামান- সমাজসেবা
কাজী রোজী- ভাষা ও সাহিত্য
বুলবুল চৌধুরী- ভাষা ও সাহিত্য
গোলাম মুরশিদ- ভাষা ও সাহিত্য

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত