রোববার   ১৩ এপ্রিল ২০২৫ || ২৯ চৈত্র ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:২৮, ৮ এপ্রিল ২০২৫

২১৫

চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম কমেছে ১,২৪৮ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়।

এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭,৮৭২ টাকা। যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯,৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮,১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫,৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৮ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৪ বার কমেছে। এদিকে ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে হয়েছে ১ লাখ ৫৭,৮৭২ টাকা যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank